মন্দিরের সেবার জন্য ভারতে সম্মাননা পাচ্ছেন এক মুসলিম

৭৫ বছরের মুসলিম বৃদ্ধ নুরুল হাসানভারতজুড়ে অসহিষ্ণুতা বিতর্ক চলছেই। তবে এ বিতর্কের মধ্যেই উত্তর প্রদেশের ২০০ বছর পুরনো একটি শিব মন্দির কর্তৃপক্ষ অভূতপূর্ব এক সিদ্ধান্ত নিয়েছে। মন্দিরে সেবার জন্য নুরুল হাসান নামে ৭৫ বছরের এক বৃদ্ধ মুসলমানকে সম্মাননা জানানো হবে মন্দিরের পক্ষ থেকে। সোমবার হিন্দুস্তান টাইমসের এক খবরে বিষয়টি জানা গেছে।
মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য অবনিশ কুমার আগারওয়াল জানান, লকনৌ সদর এলাকার শিবালয়া মন্দিরে মহাশিবরাত্রিতে নুরুল হাসানকে সম্মাননা জানানো হবে। শিবরাত্রির মহাঅভিষেকের পর লকনৌর মেয়র দিনেশ শর্মা এ সম্মাননা তুলে দেবেন। নুরুল হাসান মন্দিরের ‘নন্দি’র দায়িত্ব পালন করে আসছেন।
মন্দিরের সীমানা ঘেঁষেই নুরুল হাসানের বাড়ি। দীর্ঘদিন ধরেই মন্দিরের সঙ্গে তিনি জড়িয়ে আছেন। মন্দিরের জন্য হাসান অনেক কিছু করেছেন বলে জানান আগারওয়াল। তিনি জানান, হাসান তার সামর্থ্য অনুসারে মন্দিরের যা পারছেন করে যাচ্ছেন। মন্দিরের খাবারের জন্য জায়গা দেওয়া, অভিষেকের দিন বাড়ি থেকে মন্দিরে পানি সরবরাহ, প্রতিদিন মন্দিরের কাজ তদারকিসহ মন্দির কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হাসান ভূমিকা রাখছেন।
আগারওয়াল জানান, হাসানের সহযোগিতা ছাড়া মন্দির পুনর্নিমাণ সম্ভব হতো না।

মানুষ যদি ভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধা জানাতে পারত তাহলে ভারতের অসহিষ্ণুতা অতীত হয়ে যেত বলে মনে করেন নুরুল হাসান। তিনি বলেন, ‘আমার পরিবার বিশ্বাস করে সব ধর্মকে শ্রদ্ধা করা উচিত। অন্য ধর্মের ও মানুষদের সহযোগিতা করার ক্ষেত্রে কোনও বাধা থাকা উচিত নয়। মন্দিরের জন্য যেটুকু পারি তা করি আমরা।’ সূত্র: এনডিটিভি।

/এএ/