১৮ হাজার শূন্যপদের বিপরীতে পরীক্ষায় বসছেন ৯২ লাখ চাকরিপ্রার্থী

ভারতের রেলওয়ে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন পরীক্ষা নিতে যাচ্ছে। মার্চ ও মে মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ নিয়োগ পরীক্ষায় ১৮ হাজার ২৫২ পদের বিপরীতে অংশ নিচ্ছেন ৯২ লাখ চাকরিপ্রার্থী।noname
রেলওয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক ভেদ প্রকাশ জানান, এ নিয়োগ আমাদের জন্য অনেক বড় কাজ। এ জন্য   ৭৬ শিফটে মার্চ ও মে মাসের সাপ্তাহিক ছুটির দিন পরীক্ষা নিচ্ছি।
ভেদ প্রকাশ বলেন, এবার আমরা চাকরিপ্রার্থীকে অনেক সুযোগ দিচ্ছি। দেশের বিভিন্ন শহরের ১১৯২টি কেন্দ্রের মধ্য থেকে চাকরিপ্রার্থীরা তাদের পছন্দের সময়ে পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষাকেন্দ্র গুলো গুগল ম্যাপে যুক্ত করা হয়েছে যাতে করে তারা সহজে অবস্থান খুঁজে পান।
বিশ্বের অন্যতম বৃহত নিয়োগ পরীক্ষা উল্লেখ করে টুইটে পরীক্ষার বিস্তারিত তুলে ধরা হয়েছে।

সম্প্রতি ঘোষিত বাজেটে রেলমন্ত্রী সুরেশ প্রভু টেকনোলজির ওপর জোর দিয়েছেন। এর মধ্যে রয়েছে নিয়োগের জন্য অনলাইন পোর্টাল, আরও উন্নত ই-টিকিট ব্যবস্থা, ই-ক্যাটারিং, ৪০০টি স্টেশনে ফ্রি ওয়াইফাই ও বিনোদন ব্যবস্থা গড়ে তোলা।সূত্র: হাফিংটন পোস্ট ইন্ডিয়া।

/এএ/