টাইফুনের আঘাতের আশঙ্কায় জাপানে প্রায় ৪০০ ফ্লাইট বাতিল

জাপানের দিকে ধেয়ে আসা শক্তিশালী ঘূর্ণিঝড় মিনদুলের আশঙ্কায় দেশটির প্রায় ৪০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারি বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে সোমবার এসব ফ্লাইট বাতিল করা হয়।

জাপানের আবহাওয়া বিভাগ জানায়, সোমবার দুপুর নাগাদ শক্তিশালী টাইফুন মিনদুলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আঘাত হানার পর ঝড়টি জাপানের রাজধানী থেকে উত্তরাঞ্চলীয় তোহোকু অঞ্চলের দিকে যেতে পারে।

রাষ্ট্রীয় টেলিভশন এনএইচকে জানায়, ঝড়ের কারণে দেশব্যাপী মোট ৩৮৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইটগুলোর অধিকাংশই টোকিওর হানেদা বিমানবন্দরের।

জাপান এয়ারলাইন্স জানিয়েছে, তারা বিকালের ১৪৫টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে। এতে বিমানগুলোর ২৬ হাজার ৯১০ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

অল নিপ্পন এয়ারওয়েইজ ৯৬ টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে। এতে ২১ হাজার ৩০০ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ইস্ট জাপান রেলওয়ে জানিয়েছে, বুটেল ট্রেনসহ টোকিও ও এর আশপাশের এলাকার প্রধান প্রধান ট্রেনগুলোতে যাত্রী সেবা স্বাভাবিক ছিল।

আবহাওয়া সংস্থার দেওয়া তথ্য অনুসারে, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২৫ কিলোমিটার (১৬ মাইল) বেগে ভোরে মিয়াকি দ্বীপ থেকে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এ সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮০ কিলোমিটার (১১০ মাইল) ।

মিয়াকিতে ঝড়ের আঘাতের ফলে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। দ্বীপটিতে প্রায় ২ হাজার ৬০০ লোক বাস করে। দ্বীপটির অর্থনীতির প্রধান উৎস মৎস্য শিকার, পর্যটন ও সবজি চাষ। সূত্র: আল-জাজিরা।

/এএ/