জাপানের আগাম নির্বাচনে বড় জয়ের পথে অ্যাবে

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও তার নেতৃত্বাধীন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি দেশটির আগাম নির্বাচনে বড় ধরনের জয়ের পথে। রবিবার ভোট শেষে বুথ ফেরত জরিপে ফল অনুসারে, ৪৬৫ টি আসনের মধ্যে তিনশ’র বেশি আসনে জয় পাবে অ্যাবের দল।

s2.reutersmedia.net

সাধারণ নির্বাচনের স্বাভাবিক সময় অনুযায়ী আগামী বছর ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অ্যাবে সংসদ ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দেন।

নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে অ্যাবে দেশটির সংবিধান পরিবর্তনের উদ্যোগ নেবেন।

রবিবার সকালে শুরু হওয়া ভোট ঘূর্ণিঝড়ে বাধাগ্রস্ত হয়েছে। কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।  ৪৭ প্রদেশে সকাল ৭ টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৬৫টি আসনে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), টোকিওর প্রথম নারী গর্ভনর ইরিকো কইকের নেতৃত্বাধীন কিবো নো তো পার্টি (আশার দল) এবং  প্রধান বিরোধীদল ডেমোক্রেটিক পার্টির (ডিপি) নেতৃত্বাধীন জোট প্রতিযোগিতা করছে।

ক্ষমতায় যেতে কোনও জোটকে নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে দুই তৃতীংশ (২৩৩ আসন) পেতে হবে। বুথ ফেরত জরিপের ফল সত্য হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো কোন প্রধানমন্ত্রী হিসেবে শিনজো আবে ক্ষমতায় সবচেয়ে দীর্ঘ মেয়াদ পার করবেন। এর ফলে সংবিধান সংশোধনে তাদের আর কোনো বাধা থাকবে না। সূত্র: রয়টার্স।