জাপানের অধিকাংশ এলাকায় জরুরি অবস্থা প্রত্যাহার

জাপানের অধিকাংশ এলাকায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। নতুন সংক্রমিতের সংখ্যা কমে আসায় বৃহস্পতিবার ৪৭টির মধ্যে ৩৯টি এলাকায় জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। জরুরি অবস্থা জারি রয়েছে ওসাকা, টোকিও, হোকাইদোর উত্তরাঞ্চলীয় দ্বীপে। এই এলাকাগুলোতে নতুন আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

_112270750_abe

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেছেন, জাপানে সংক্রমণের হার কমছে। জনগণকে সতর্ক, মাস্ক পরা এবং দূরত্ব বজায় রাখায় নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

অ্যাবে বলেন, সম্ভব হলে ৩১ মে’র আগেই অন্যান্য এলাকাতেও জরুরি অবস্থা আমরা প্রত্যাহার করতে চাই।

ইয়োকোহামা বন্দরে নোঙর করা ডায়মন্ড প্রিন্সেস বিলাসবহুল জাহাজে করোনা আক্রান্তদের পদক্ষেপ নিয়ে সমালোচনার মুখে পড়েছিল জাপান। তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র বা রাশিয়ার মতো করোনার প্রাদুর্ভাব দেশটিতে দেখা দেয়নি।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৬৭৮ জনের।

জাপানে স্বল্প সংখ্যক পরীক্ষা নিয়েও বেশ সমালোচনা হয়েছে। তবে অ্যাবে দাবি করেছেন, ভাইরাসের ক্লাস্টার চিহ্নিত করতে বিভিন্ন এলাকায় তাদের কৌশল কাজে এসেছে।  

বিশ্বের অন্যান্য দেশের সরকারের মতো জাপান সরকারের লকডাউন জারি করার ক্ষমতা নেই। তবে স্থানীয় গভর্নররা বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ ও জনগণকে বাসায় থাকার আহ্বান জানাতে পারেন। এটি অমান্য করলে কোনও শাস্তির মুখে পড়তে হয় না। এরপরও দেশটিতে জনগণের চলাচলের সংখ্যা অনেক কমে এসেছে।