জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন ইয়োশিহিদি সুগা

জাপানের ক্ষমতাসীন দল শিনজো অ্যাবের স্থলাভিষিক্ত করার জন্য ইয়োশিহিদি সুগাকে মনোনীত করেছে। এর ফলে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

_114363173_hi063318848

গত মাসে স্বাস্থ্যজনিত সমস্যার কারণে পদত্যাগের ঘোষণা দেন শিনজো অ্যাবে।

৭১ বছরের সুগা বর্তমান প্রশাসনে চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর জন্য মনোনীত হওয়া প্রত্যাশিত ছিল। তিনি অ্যাবের ঘনিষ্ঠ বলে পরিচিত এবং ধারণা করা হচ্ছে পূর্বসূরির নীতি অব্যাহত রাখবেন।

রক্ষণশীল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতা নির্বাচিত হতে তিনি ৫৩৪ ভোটের মধ্যে ৩৭৭ ভোট পেয়েছেন। তার দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ফুমিও কিশিদা ও এলডিপি’র সাবেক মহাসচিব শিগেরু ইশিবা।

দলীয় ভোটে সোগা প্রত্যাশিত জয় পাওয়ায় এখন তিনি বুধবারের সংসদীয় ভোটে নির্বাচিত হওয়ার দ্বারপ্রান্তে আছেন। সংসদে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক জোটের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।