জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

জাপানের ফুকুশিমা সংলগ্ন উপকূলীয় এলাকায় শনিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১।

স্থানীয় সময় শনিবার রাত ১১টা ৭ মিনিটে কম্পনটি আঘাত হানে। তবে কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

ইউএসজিএস জানিয়েছে, কম্পনটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৫৬ দশমিক ৫ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের তাণ্ডবে উপদ্রুত এলাকার ভবনগুলো কেঁপে উঠে। বিদ্যুৎবিহীন হয়ে পড়ে অনেক এলাকা। আহত হয় কয়েক ডজন মানুষ। এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সরকারের মুখপাত্র কাতসুনোবু কাতো জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতিতে সাড়ে ৯ লাখ ঘরবাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। সূত্র: রয়টার্স।