পানি থেকে ব্যাপক আকারে হাইড্রোজেন উৎপাদনে সাফল্য

জাপানের একদল গবেষক একটি ফটোক্যাটালিটিক বা আলোক-অনুঘটকের উপাদান ব্যবহার করে নিরাপদে পানি থেকে অতি বিশুদ্ধ হাইড্রোজেন উৎপাদনে সক্ষম হয়েছেন। একটি ফটোক্যাটালিস্ট, সূর্যরশ্মি শোষণের মাধ্যমে পানি থেকে হাইড্রোজেন ও অক্সিজেনের বিভক্ত হওয়ার গতিকে ত্বরান্বিত করে।

জীবাশ্ম জ্বালানির বিপরীতে পোড়ানোর সময় হাইড্রোজেন থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস নিঃসরিত হয় না। হাইড্রোজেন গ্যাসকে কার্বন-মুক্ত বিশ্ব গড়ার চাবিকাঠি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

টোকিও বিশ্ববিদ্যালয়, শিনশু বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিভিন্ন সংস্থার গবেষকরা বাইরে স্থাপিত ১০০ বর্গমিটার আয়তনের সৌর প্যানেল চুল্লিতে একটি ফটোক্যাটালিটিক উপাদান ব্যবহার করে পানি থেকে হাইড্রোজেন উৎপাদনের গবেষণা চালান।

গবেষক দলটি বলছে, তারা ৯৪ শতাংশ বিশুদ্ধতায় উৎপাদিত হাইড্রোজেনের ৭০ শতাংশের বেশি নিরাপদে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন।

দলটি বলছে, হাইড্রোজেনকে আরও কার্যকরভাবে বের করে আনতে সক্ষম এমন একটি নতুন উপাদানের উন্নয়নই হবে এই প্রযুক্তিকে ব্যবহার উপযোগী করার পরবর্তী ধাপ। সূত্র: এনএইচকে।