জাপানেও ওমিক্রন শনাক্ত

জাপানে প্রথমবারের মতো করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি সম্প্রতি দক্ষিণ আফ্রিকার দেশ নামিবিয়া থেকে এসেছেন।

টোকিওর অদূরের নারিতা বিমানবন্দরে পরীক্ষার পর ওই ব্যক্তির কোভিড শনাক্ত হয়। তার বয়স আনুমানিক ৩০ বছর।

বিশ্লেষণের জন্য তার নমুনা গবেষণাগারে পাঠানোর পর থেকে তিনি সরকার নির্ধারিত একটি স্থাপনায় কোয়ারেন্টিনে রয়েছেন।

এদিকে ওমিক্রণের বিস্তার ঠেকাতে ৩০ নভেম্বর থেকে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সোমবার এক ঘোষণায় বলেছেন, নতুন ভ্যারিয়েন্টের ঝুঁকির কথা মাথায় রেখে কমপক্ষে এক মাসের জন্য জরুরি ব্যবস্থা নেওয়া হবে।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, সবেচেয়ে খারাপ পরিস্থিতি এড়াতে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন ভ্যারিয়েন্টের বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিকভাবে ওমিক্রন ভ্যারিয়েন্টকে এখন পর্যন্ত অতি সংক্রামক হিসেবে বিবেচনা করা হয়। ফলে ঝুঁকি মোকাবিলায় বিশ্বের অনেক দেশ আফ্রিকার সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। গত বুধবার প্রথম দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। পরে যুক্তরাজ্য, নিউ জিল্যান্ড, ইসরায়েলসহ বিশ্বের অনেক দেশে এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব মেলে। সূত্র: এনএইচকে।