দিনে ১০ লাখ মানুষকে বুস্টার ডোজ দিতে চায় জাপান

শিগগিরই দৈনিক ১০ লাখ মানুষকে করোনা টিকার বুস্টার ডোজ দিতে চায় জাপান। সোমবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, কোভিডের অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ওমিক্রন ভ্যারিয়েন্টের ফলে উদ্ভূত সংক্রমণের নতুন ঢেউ মোকাবিলায় এই লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম জাপান টুডে।

দেশটিতে গত সপ্তাহে প্রথমবারের মতো দৈনিক সংক্রমণ এক লাখ ছাড়িয়েছে।

সরকারি হিসাবে, গত শুক্রবার পর্যন্ত জাপানের ১২৫ মিলিয়ন মানুষের মধ্যে মাত্র ৪ দশমিক ৮ শতাংশ মানুষ ভ্যাকসিনের তৃতীয় ডোজ বা বুস্টার শট পেয়েছে।

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলোর তুলনায় জাপানে বুস্টার ডোজের হার অনেক কম। সোমবার দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা অবিলম্বে বুস্টার ডোজ নিতে আগ্রহীদের এটি সরবরাহে সরকারের উদ্যোগের কথা জানান।