গুলিবিদ্ধ আবে সংকটাপন্ন, বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার সকালে নারা শহরে ক্যাম্পেইনের সময় গুলিবিদ্ধ হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন বিশ্বের অনেক দেশের সরকারপ্রধান।

শিনজো আবেকে প্রিয় বন্ধু অ্যাখা দিয়ে দ্রুত সুস্থতার কামনা করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তিনি বলেন, ‘জাপান থেকে মর্মান্তিক খবর এসেছে। সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করা হয়েছে। আমরা তার পরিবার এবং জাপানের জনগণের সঙ্গে আছি’।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির পক্ষ থেকে এ ঘটনায় শোক জানিয়েছেন মুখপাত্র তেউকু ফাইজাস্যাহ। 

একইভাবে শোক ও নিন্দা জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। তিনি বলেন, 'আমি বিশ্বাস করি সবাই আমার মতোই বিস্মিত এবং দুঃখিত। তাইওয়ান ও জাপান উভয়ই আইনের শাসনসহ গণতান্ত্রিক দেশ। আমার সরকারের পক্ষ থেকে এই ধরনের সহিংস ও বেআইনি কাজের তীব্র নিন্দা জানাচ্ছি'।

বিবৃতিতে তিনি আরও বলেন, 'সাবেক প্রধানমন্ত্রী আবে তিনি শুধু আমারই বন্ধু নন, তাওয়ান জনগণেরও একজন প্রকৃত বন্ধু। তিনি অনেক বছর ধরে তাইওয়ানকে সমর্থন করেছেন। তাইওয়ান-জাপানের সম্পর্ক এগিয়ে নিয়েছেন'।

মার্কিন রাষ্ট্রদূত রহম ইমানুয়েল বলেন, সাবেক প্রধানমন্ত্রী আবে গুলিবিদ্ধ হওয়ায় আমরা সবাই বিস্মিত ও দুঃখিত। আবে জাপানের একজন অসামান্য নেতা এবং যুক্তরাষ্ট্রের অটল মিত্র। মার্কিন সরকার এবং দেশটির জনগণ আবে, তার পরিবার এবং জাপানের জনগণের প্রতি মঙ্গল কামনা করছে’। এদিকে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। একে অত্যন্ত দুঃখজনক ঘটনা বর্ণনা করে জাপান থেকে ভালো খবরের অপেক্ষায় আছেন বলে জানান তিনি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৯ জুলাই) সকাল ১১টা ৩০ এর গুলিবিদ্ধ হলে লুটিয়ে পড়েন তিনি। আবের ঘনিষ্ঠ সূত্র এনইচকে জানিয়েছে, তার বুকে গুলি করা হয়েছে। আহত আবের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সাবেক প্রধানমন্ত্রী। তাকে ঘিরে থাকা নিরাপত্তা বাহিনী ও ঘনিষ্ঠজনেরা দ্রুত হাসপাতালে নিয়ে যান। এদিকে সন্দেহভাজন ৪১ বছর বয়সী এক হামলাকারীকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের করা হচ্ছে। 

মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো সাংবাদিকদের বলেন, এমন বর্বরতা সহ্য করা যায় না।

সূত্র: আল জাজিরা।