ভ্যাকসিন কেলেঙ্কারিতে পেরুর পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

সাধারণ জনগণের আগে সরকারের কর্মকর্তাদের করোনাভাইরাস ভ্যাকসিন নেওয়ার কেলেঙ্কারিতে পদত্যাগ করেছেন পেরুর পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ আস্তেতে। রবিবার টুইটারে ঘোষণা দিয়েছেন, প্রেসিডেন্ট তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোর এখবর জানিয়েছে।

দক্ষিণ আমেরিকার দেশ পেরু মহামারির প্রকোপে বিপর্যস্ত। ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। ৮ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যকর্মীদের জন্য ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ার কথা ছিল।

কিন্তু জনগণের জন্য টিকা কর্মসূচির কোনও তারিখ ঘোষণা না করলেও কয়েকজন সরকারি কর্মকর্তা ভ্যাকসিন নিয়েছেন। এতে জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এই কেলেঙ্কারির মুখে অন্তত দুজন সরকারি কর্মকর্তা আগেই পদত্যাগ করেছেন।

এক বিবৃতিতে পেরুর পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২২ জানুয়ারি তিনি ভ্যাকসিন নিয়েছেন এবং এটি ছিল মারাত্মক একটি ভুল।

প্রেসিডেন্ট ফ্রান্সিসকো সাগাস্তি বলেছেন, পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ।

এর আগে দেশটির স্বাস্থ্যমন্ত্রী পিলার মাজেত্তিও পদত্যাগ করেছেন। ফলে এখন পর্যন্ত ফ্রান্সিসকোর মন্ত্রিসভার দুজন সদস্য দায়িত্ব ছাড়লেন।