ব্রাজিলের অনন্য ‘কোকা কোলা’ লেক!

কখনও কোকা কোলা লেকে সাঁতার কাটার স্বপ্ন দেখেছেন? যদি দেখেই থাকেন তাহলে বাস্তবেও তা করতে পারেন। তবে এজন্য যেতে হবে ব্রাজিলের রিও গ্রান্ডে ডেল নর্টে এলাকার অনন্য কোকা কোলা হৃদে। এই হৃদের পানির রং একেবারেই জনপ্রিয় এই সফট ড্রিংকের মতোই।

লাগোয়া দা আররাকোয়ারা নামের এই লেকটির পানি রঙের কারণেই পরিচিত কোকা কোলা হৃদ নামে। রং একই হলেও এই হৃদের পানির উপাদান আলাদা। কোকা কোলায় থাকা ক্যারামেলের পরিবর্তে হৃদটির পানি এমন ঘন রং পেয়েছে মূলত আয়োডিন ও আয়রনের ঘনত্বের কারণে। এছাড়া এর তীরে থাকা নলখাগড়ার রংয়ের মিশ্রণও হৃদটির পানিকে করে তুলেছে অনন্য।

রিও গ্রান্ডে ডেল নর্টের দক্ষিণ উপকূলে অবস্থিত কোকা কোলা হৃদটি হয়ে উঠেছে ব্রাজিলের অন্যতম জনপ্রিয় এবং অস্বাভাবিক পর্যটন কেন্দ্র। শিশুরা এর নাম শুনলেই যেতে আগ্রহী হয়ে ওঠে। তবে এর কালো রংয়ের পানির কারণে প্রাপ্তবয়স্কদের কেউ কেউ এটিকে এড়িয়ে থাকতে চান।

গ্রীষ্মকালে কোকা কোলা হৃদের অগভীর পানি উষ্ণ হয়ে ওঠে। ফলে পরিবার নিয়ে সময় কাটানোর উপযুক্ত জায়গা হয়ে ওঠে হৃদটি। আবার অনেকেই বিশ্বাস করেন পানির রংয়ের কারণে এতে স্বাস্থ্যের জন্য উপকারী উপাদান রয়েছে।

ফলে যদি কখনও ব্রাজিলের রিও গ্রান্ডে ডেল নর্টের বাইসা ফরমোসা এলাকায় যান তাহলে কোকা কোলা হৃদে ঘুরে আসতে ভুল করবেন না। সর্বোপরি কোকা কোলার হৃদ তো আর সচরাচর দেখা যায় না!