জাতিসংঘ সফর শেষে কোভিড আইসোলেশনে ব্রাজিলের প্রেসিডেন্ট

জাতিসংঘ সফর শেষ করে দেশে ফিরে করোনাভাইরাস আইসোলেশনে গেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। বুধবার সফর বাতিল করে দেশে ফিরে যান তিনি। এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হন তার স্বাস্থ্যমন্ত্রী।

ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা আনভিসার সুপারিশ হলো জাতিসংঘ সফরে প্রেসিডেন্টের সফরসঙ্গী সকলকেই আইসোলেশনে থাকতে হবে আর সবাইকে পরীক্ষা করতে হবে। আইসোলেশনে যাওয়ার পর বুধবার একটি বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন বলসোনারো।

গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। সেই সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুয়েইরোগা। এর কয়েক ঘণ্টা পর তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তবে প্রতিনিধি দলের অন্যদের নেগেটিভ রেজাল্ট এসেছে।

জাতিসংঘের নিয়ম উপেক্ষা করে ভ্যাকসিন না নিয়েই সাধারণ অধিবেশনে যোগ দেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। কুয়েইরোগা যেদিন করোনা আক্রান্ত হন সেদিন সকালে প্রেসিডেন্ট বলসোনারো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বৈঠকে যোগ দেন তিনি।