সিরিয়ার রুশ বিমান হামলায় ২০০ আইএস জঙ্গি নিহত

2015_10_9-Russian-air-strikeসিরিয়ার পশ্চিমাঞ্চলীয় দেইর এজ-জোর এলাকায় ইসলামিক স্টেটের (আইএস) একটি সামরিক বহরে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় আইএসের দুই শতাধিক সদস্য, সামরিক যান ও অস্ত্র ধ্বংস হয়েছে। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আইএসের একটি বড় বহর বিমান হামলা চালিয়ে রুশ বিমানবাহিনী ধ্বংস করেছে। এই বহরটি দেইর এজ-জোর এলাকায় যাচ্ছিল। এখানেই আন্তর্জাতিক সন্ত্রাসীরা সিরিয়ায় নিজেদের শেষ ঘাঁটি নির্মাণ ও পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে।

বিমান হামলায় ২০০ শতাধিক জঙ্গি ও ভারী অস্ত্রশস্ত্র ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে হামলার সময় জানানো হয়নি। তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে হামলাটি রবিবার চালানো হয়। অবশ্য সংস্থাটি নিশ্চিত করতে পারেনি রুশ বিমানবাহিনীই হামলাটি চালিয়েছে কিনা।

আগস্টের শুরুতে সিরীয় সরকার আইএস নিয়ন্ত্রিত সর্বশেষ বড় শহর হোমস দখলমুক্ত করেছে। দেইর এজ-জোর থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে হোমস। সূত্র: মিডল ইস্ট মনিটর।