সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় সহযোগিতা করবে রাশিয়া

সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহযোগিতা করবে রাশিয়া। ইংরেজি নববর্ষ উপলক্ষে সিরীয় প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন শনিবার এই তথ্য নিশ্চিত করেছে।

বাশার আল-আসাদ ও ভ্লাদিমির পুতিন

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, পুতিন আসাদকে বলেছেন,  সিরিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে রাশিয়া। একই সঙ্গে সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়ার স্থিতিশীলতা ও জাতীয় অর্থনীতি উদ্ধারেও রাশিয়ার সহযোগিতা থাকবে।

এর আগে ডিসেম্বর মাসের শুরুতে সিরিয়া থেকে রুশ সেনা প্রত্যাহারের নির্দেশ দেন পুতিন। তবে রুশ প্রেসিডেন্ট জানান, সিরিয়ার লাটাকিয়া প্রদেশের বিমানঘাঁটি ও টরটাউসের নৌ ঘাঁটি স্থায়ীভাবে ব্যবহার করবে রাশিয়া।

২০১৫ সালের সেপ্টেম্বর মাসে সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া। মধ্যপ্রাচ্যে গত কয়েক দশকের মধ্যে এটাই ছিল রাশিয়ার সবচেয়ে বড় অভিযান। এর ফলে সিরিয়ার গৃহযুদ্ধে সুবিধাজনক অবস্থা লাভ করেন আসাদ।