যুক্তরাষ্ট্র ভ্রমণে তুরস্কের সতর্কতা জারি

তুর্কিদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণে সতর্কতা জারি করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এই সতর্কতা জারি করা হয়। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

Capture

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়  জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান সন্ত্রাসী কর্মকাণ্ড ও তুরস্কের নাগরিকদের গ্রেফতারের ঘটনায় এই সতর্ক বার্তা জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে এই ভ্রমণ সতর্কতা প্রকাশ করা হয়েছে। বার্তায় সম্প্রতি যুক্তরাষ্ট্রে কয়েকটি হামলার কথা উল্লেখ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে ওহাইয়ো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ফোর্ট লডারডেল-হলিউড বিমানবন্দর ও মিনেসোটার দার আল-ফারুক মসজিদে হামলা।

নিউ ইয়র্কে পাইপবোমা সন্ত্রাসী হামলাকে চরম ডানপন্থী/বর্ণবাদী ঘটনার উদাহরণ হিসেবে উল্লেখ করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া সরকারি কাজে যুক্তরাষ্ট্র ভ্রমণে যাওয়া তুর্কি নাগরিকদের গ্রেফতারের কথাও উল্লেখ করা হয়েছে।