সিরিয়ায় সামরিক সমন্বয়ে পুতিন-এরদোয়ানের আলোচনা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান সিরিয়ায় সামরিক সমন্বয় আরও শক্তিশালী করতে একমত হয়েছেন। সিরিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক ও নিরাপত্তা সেবার ক্ষেত্রে এই সমন্বয় বাড়ানো হবে। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

ভ্লাদিমির পুতিন ও রজব তাইয়্যেব এরদোয়ান

ক্রেমলিন জানায়, সিরিয়ায় সামরিক ইস্যুতে সমন্বয় বাড়ানোর ব্যাপারে পুতিন ও এরদোয়ানের মধ্যে ফোনালাপ হয়েছে। এতে করে সিরিয়ায় রাশিয়া, তুরস্ক ও ইরানের মধ্যে নতুন যোগাযোগ স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ জানান, ফোনালাপে দুই নেতা তিন দেশের একটি সম্ভাব্য সম্মেলন নিয়েও আলোচনা করেছেন। তবে কোনও তারিখ নির্দিষ্ট হয়নি।

সিরিয়ার চলমান গৃহযুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে অংশ নিচ্ছে রাশিয়া। আসাদ সরকারের সমর্থনে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে ইরান সমর্থিত মিলিশিয়ারাও। আর সম্প্রতি সিরিয়ায় কুর্দি অধ্যুষিত আফরিনে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক। সূত্র: রয়টার্স