ইসরায়েলি আয়রন ডোম কিনবে যুক্তরাষ্ট্র

বিশ্বের সবচেয়ে বড় রফতানিকারক দেশ যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছ থেকে আয়রন ডোম নামে পরিচিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চায়। একটি ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ পর্যবেক্ষণকারী সংস্থা মিডিল ইস্ট মনিটর জানিয়েছে, গত বুধবার (১৬) যুক্তরাষ্ট্র প্রশাসন দেশটির কংগ্রেসের কাছে এজন্য ৩৭ কোটি ৩০ লাখ ডলার বরাদ্দ চেয়েছে।s4.reutersmedia.net

জাতীয় নিরাপত্তাজনিত বিবেচনার কারণে যুক্তরাষ্ট্রে খুব কমই বিদেশি সমরাস্ত্র কেনে। তাছাড়া তারা নিজেরাই সমরাস্ত্র প্রস্তুতে প্রযুক্তিগত দিক থেকে শীর্ষস্থানীয়। এর আগে যদিও ইসারেয়েল যুক্তরাষ্ট্রের কাছে সমরাস্ত্র বিক্রি করেছে, তবে এই প্রথমবারের মতো সম্পূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাবস্থা যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করতে যাচ্ছে দেশটি। যে দুই সেট আয়রন ডোম যুক্তরাষ্ট্র কিনবে, তাতে রয়েছে দুইটি লঞ্চার, দুইটি সেন্সর, দুইটি ব্যাটেল ম্যানেজমেন্ট সেন্টার এবং ২৪০টি ইন্টারসেপ্টর।

ইসরায়েল আয়রন ডোম ব্যবহার করে গাজা থেকে ছোঁড়া রকেট হামলা ঠেকাতে। যুক্তরাষ্ট্র আয়রন ডোম কিনছে বিশ্বের বিভিন্ন স্থানে মোতায়েন থাকা তার সেনা অবস্থানগুলোর সুরক্ষার জন্য। এর আগে যুক্তরাষ্ট্র নিজেই আকাশ থেকে আকাশে উৎক্ষেপণ যোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদনের উদ্যোগ নিয়েছিল। কিন্তু সেগুলো নির্মাণের ব্যয় এবং মার্কিন সেনাবাহিনীর চাহিদার তুলনায় বৈশিষ্ট্যগুলোর পার্থক্য অনেক বেশি ছিল। তাই এবার ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে যাচ্ছে দেশটি। ২০২০ সাল নাগাদ এই আয়রন ডোমগুলো যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করার কথা।