সিরীয় শহর থেকে কুর্দিদের বিতাড়নে রাশিয়ার সঙ্গে আলোচনা করবে তুরস্ক

সিরীয় কুর্দি যোদ্ধাদের উত্তরাঞ্চলীয় শহর মানবিজ ও কোবানি থেকে বিতাড়ন নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করবে তুরস্ক। রবিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু জানিয়েছেন, আগামী সপ্তাহে রাশিয়ার সোচিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বৈঠকে মিলিত হবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

untitled-1-1571574643678

২০১৯ সালের ৯ অক্টোবর তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক। পরে ওয়াশিংটনের মধ্যস্থতায় গত ১৭ অক্টোবর ৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় আঙ্কারা।

সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের ঘটনায় ওই অঞ্চলে তুরস্কের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে রাশিয়া ও ইরান। উভয় দেশই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করছে। যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পর শূন্যস্থান পূরণ করতে চাইছে ইরান ও রাশিয়া।

যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিদের সঙ্গে চুক্তির পর সীমান্তে সেনা মোতায়েন করেছেন আসাদ। সিরীয় প্রেসিডেন্টকে উৎখাতে বিদ্রোহীদের সমর্থন দেওয়া তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, সীমান্তে সিরীয় সেনা মোতায়েনে তুরস্কের কোনও সমস্যা নেই।

রবিবার এক সাক্ষাৎকারে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু জানান, আমাদের সীমান্তের মানবিজ ও কোবানি থেকে ওয়াইপিজি সন্ত্রাসীদের বিতাড়নের বিষয়ে জরুরি ভিত্তিতে আলোচনা করবেন এরদোয়ান ও পুতিন। আগামী সপ্তাহ এই বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি একটি সমঝোতায় পৌঁছানো যাবে এবং অতীতের যেমন হয়েছে।

কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-এর যোদ্ধাদের বেশিরভাগই কুর্দিদের পিপলস প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি)-এর সদস্য। আইএসবিরোধী লড়াইয়ে এসডিএফ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ছিল। ওয়াইপিজিকে তুরস্ক তাদের দেশে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) শাখা হিসেবে মনে করে। এই মাসে তুর্কি অভিযান শুরু হলে কুর্দিরা সিরীয় সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা করে।

সম্প্রতি এরদোয়ান ও পুতিন প্রতিরক্ষা এবং জ্বালানি খাতে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুললেও সিরিয়ায় তুর্কি অভিযানকে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছে রাশিয়া। শনিবার এরদোয়ান বলেছেন, পুতিনের সঙ্গে সিরিয়ার উত্তরাঞ্চলে সিরীয় সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি নিয়ে আলোচনা করবেন তিনি। তবে তিনি হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, আমরা নিজেদের পরিকল্পনায় অটল থাকবো। শুক্রবার আসাদের সঙ্গে কথা বলেছেন রুশ কর্মকর্তারা।