ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল ও নিরাপত্তা সহযোগিতায় রাজি ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, ইসরায়েল নয়, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল ও উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করতে পারে। শনিবার তার এই মন্তব্য প্রকাশিত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

২০১৫ সালে সাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরে গেলে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের অবনতি হয়। ইরানের বিরুদ্ধে পুরনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আবারও জারি করে যুক্তরাষ্ট্র। এতে ইরানের অর্থনীতি সংকটে পড়েছে।

বুধবার নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব গ্রহণের কিছুক্ষণের মধ্যেই ইরান শুধু কথা নয়, পদক্ষেপের আহ্বান জানিয়েছে। বাইডেন বলেছেন, ইরান যদি কঠোরভাবে মেনে চলে তাহলে ওয়াশিংটন পারমাণবিক চুক্তিতে ফিরবে।

এক সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার ব্যক্তিগত মত হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক নির্দিষ্ট করা উচিত। আমাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে বলা দরকার যে, ইসরায়েল ইস্যুতে আমরা তোমাদের সঙ্গে কোনও সহযোগিতা করব না এবং আমাদের দ্বিমত থাকবে।

জাভেদ জারিফ বলেন, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান। কিন্তু তেলের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে কোনও সমস্যা নাই। এমনকি পারসিয়ান উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সুরক্ষিত করার ক্ষেত্রে কাজে কোনও সমস্যা নাই। যদিও আমরা মনে করি, এই অঞ্চলে বিদেশিদের উপস্থিতি নিরাপত্তাহীনতা তৈরি করে এবং যুক্তরাষ্ট্রের এখানে থাকা উচিত না।