হুথিদের ছয়টি ড্রোন ভূপাতিত করার দাবি সৌদি আরবের

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার সৌদি আরবকে লক্ষ্য করে ছোড়া ছয়টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এসব ড্রোন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ছুড়েছে বলে দাবি করেছে জোট।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবে হামলা জোরদার করেছে। একই সঙ্গে তারা ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারের উত্তরাঞ্চলীয় শক্ত ঘাঁটি মারিব দখলেও হামলা শুরু করেছে।

সৌদি জোট জানিয়েছে, তারা সৌদি আরব লক্ষ্য করে হুথিদের ছোড়া ছয়টি ড্রোন প্রতিহত করেছে। 

তাৎক্ষণিকভাবে হুথিরা এসব হামলার দায় স্বীকার করেনি। তবে রিয়াদকে লক্ষ্য করে তারা নিয়মিতই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করে থাকে।  

পৃথক ঘটনায় সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বলা হয়েছে, রিয়াদকে লক্ষ্য করে ছোড়া হুথিদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সৌদি রাজধানীতে কর্মরত বার্তা সংস্থা এএফপির প্রতিনিধি জানান, তিনি একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ফুটেজ রাষ্ট্রীয় টেলিভিশন প্রচার করেছে।