ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনার কাছে ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়ে ইসরায়েলের একটি গোপন পারমাণবিক স্থাপনার কাছে বিস্ফোরিত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণাঞ্চলের দামোনা শহরে এই হামলা চালানো হয়েছে। সেনা মুখপাত্রের দাবি এটা সম্ভবত একটি দুর্ঘটনা। তাৎক্ষণিকভাবে হামলার ক্ষয়ক্ষতি জানা যায়নি। তবে হামলার পর দামোনা পারমাণবিক রিঅ্যাক্টরের আশেপাশের এলাকায় সতর্ক সংকেত বেজে ওঠে। সেনাবাহিনীর দাবি হামলায় পারমাণবিক স্থাপনার কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আল জাজিরার প্রতিবেদক হ্যারি ফাওসেট পশ্চিম জেরুজালেম থেকে জানিয়েছেন, সিরীয় ক্ষেপণাস্ত্রটি দামোনা এলাকায় বিস্ফোরিত হওয়ার শব্দ প্রায় দেড়শ’ কিলোমিটার দূরের জেরুজালেম থেকেও শোনা গেছে।

ইসরায়েলের সেনা মুখপাত্র জানিয়েছেন, সিরীয় ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের একটি বিমান লক্ষ্য করে ছোঁড়া হয়। তবে তা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়ে দামোন এলাকায় বিস্ফোরিত হয়। ওই ক্ষেপণাস্ত্রটি ছিলো এসএ-৫ ক্ষেপণাস্ত্র।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ওই ক্ষেপণাস্ত্র হামলার জবাবে সিরিয়ায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। দক্ষিণ ইসরায়েলের নেগেব এলাকা থেকে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে তারা।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে দামেস্ক এলাকা লক্ষ্য করে চালানো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সানার খবরে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রকেট প্রতিহত করেছে এবং বেশিরভাগই ভূপাতিত করেছে। তারপরও চার সেনা এই হামলায় আহত হয়েছে এবং কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র দিমেইর শহরে সিরীয় সরকারের আকাশ প্রতিরক্ষা ঘাঁটিতে আঘাত হেনেছে।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল নিয়মিতভাবে দেশটিতে অভিযান চালিয়ে আসছে। ইরান ও লেবানন সমর্থিত হিজবুল্লাহ এবং সিরিয়ার সরকারি বাহিনীকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়ে থাকে। তবে প্রকাশ্যে তা স্বীকার করে নেওয়ার ঘটনা খুবই বিরল।