ফিলিস্তিন ইস্যুতে বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

ইসরায়েলের অব্যাহত হামলা ও ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের পাল্টা প্রতিরোধ গড়ে তোলার ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রবিবার প্রকাশ্যে এই ইস্যুতে আলোচনা করবেন পরিষদের সদস্য রাষ্ট্রগুলো। তবে শুক্রবার যুক্তরাষ্ট্রের আপত্তিতে এই বৈঠকের আয়োজন ভেস্তে যায়। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ওই সময় ভার্চুয়াল বৈঠকের পক্ষে মত দেয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের মধ্যে সংঘাত শুক্রবার পঞ্চম দিনে গড়িয়েছে। গাজা উপত্যকায় নির্বিচারে বোমা বর্ষণ এবং বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আর ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা রকেট ছুড়ে হামলার জবাব দিয়ে যাচ্ছে।

১৫ সদস্যের নিরাপত্তা কাউন্সিল গত সপ্তাহে দুইবার ব্যক্তিগতভাবে ফিলিস্তিন ইস্যুতে আলোচনা করেছে। তবে প্রকাশ্য কোনও বিবৃতি দিতে ব্যর্থ হয়েছে তারা। সম্মতির ভিত্তিতে এসব বিবৃতি প্রদান করতে পারে পরিষদ। তবে এই বিবৃতি উত্তেজনা নিরসনে কাজে আসবে বলে মনে করছে না যুক্তরাষ্ট্র।

গাজার সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা থেকে ওই অঞ্চলে দূত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড এক টুইট বার্তায় বলেছেন, ‘উত্তেজনা নিরসনের চেষ্টায় সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতায় সক্রিয়ভাবে যুক্ত থাকবে যুক্তরাষ্ট্র।’

তবে মিসর, কাতার এবং জাতিসংঘ ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের মধ্যে যুদ্ধবিরতির উদ্যোগ নিলেও তাতে দৃশ্যত কোনও অগ্রগতি হয়নি।