গাজা দখলও বিবেচনায় আছে ইসরায়েলের: নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলের বিষয়টি উড়িয়ে দেননি। গাজায় হামাসের বিরুদ্ধে চলমান অভিযান সম্পর্কে তিনি বলেন, তাদেরকে হয় দখল করতে হবে, এই সম্ভাবনা সবসময় উন্মুক্ত। অথবা তাদের বাধা দিতে হবে। এই মুহূর্তে আমরা তাদেরকে শক্তি প্রয়োগের মাধ্যমে বাধা সৃষ্টি করছি। কিন্তু আমি কোনও কিছুরই সম্ভাবনা বাদ দিচ্ছি না। বুধবার তেল আবিবে বিদেশি রাষ্ট্রদূতদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

১০ মে গাজায় বিমান হামলার মাধ্যমে বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। এখন পর্যন্ত এই হামলায় ২১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৬১ শিশু ও ৩৬ নারী রয়েছেন।

যুদ্ধবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন, ১০ মে যে সংঘর্ষ শুরু হয়েছে তা তারা চাননি। তিনি সহিংসতার নাটকীয় বৃদ্ধির সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট কর্তৃক নির্বাচন বাতিলের ঘোষণার সঙ্গে সম্পর্কিত করেছেন।

নেতানিয়াহু বলেন, হামাস যখন দেখল নির্বাচন হচ্ছে না, তখন তারা দাঙ্গা ও সহিংসতা ছড়ায় রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য।

পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকায় ইসরায়েলের উচ্ছেদ অভিযানে ফিলিস্তিনিদের বিক্ষোভের জন্যও হামাসকে দায়ী করেছেন নেতানিয়াহু।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমরা এমন বিস্ফোরণ প্রত্যাশা করিনি। জেরুজালেম ও টেম্পল মাউন্টঘিরে সম্ভাব্য সংঘাত এড়াতে আমরা ক্ষমতার সবটুকু করেছি।

গাজায় চলমান বোমাবর্ষণের মাধ্যমে হামাসের সামর্থ্য, তাদের সন্ত্রাসের সামর্থ্য ও তাদের ইচ্ছাশক্তিকে দমানোই ইসরায়েলের লক্ষ্য বলে উল্লেখ করেছেন তিনি।