হজে নামানো হচ্ছে বিশেষ রোবট

করোনাভাইরাসের সংক্রমণের কারণে এ বছরও পবিত্র হজে থাকছে নানা বিধি-নিষেধ। সৌদির মাত্র ৬০ হাজার মুসল্লি অংশ নিচ্ছেন। সংক্রমণ এড়াতে এবার নেওয়া হয়েছে প্রযুক্তির সহায়তা। এবার পবিত্র হজ পালনকারীদের কাছে রোবটের সহায়তায় পৌঁছে দেওয়া হবে জমজম পানি।

করোনার সংক্রমণ ঠেকানোর পাশাপাশি মুসল্লিদের সুরক্ষায় নানা উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। এরই প্রেক্ষিতে হজের ময়দানে মুসল্লিদের কাছে বিশেষ ব্যবস্থায় পৌঁছে যাবে জমজমের পানি। প্রস্ততি রাখা হচ্ছে বেশ কয়েকটি রোবট।

মানুষের সংস্পর্শ ছাড়াই হাজিদের কাছে রোবটগুলো সহায়তা করবে বলে জানান, বাদের আল-লোকমান। লোকমান আর বলেন, প্রায় ২০টি রোবট আমারা এখন পর্যন্ত প্রস্তুতি করতে পেরেছি। হজ পালনকারী এবং পরিদর্শকদের বিশেষভাবে সহায়তা করবে এই রোবটগুলো। প্রতিবছর লাখ লাখ জমজম পানির বোতল হাজিদের মধ্যে বিতরণ করা হয়।

হজের সময় করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ছোট সাদা-কালো রোবট নিয়ে আসার কথা জানিয়েছেন কর্মকর্তারা। ৩টি করে তাক চোখে পড়বে রোবটগুলোতে। ওই তাকগুলোতে জমজম পানির বোতল থাকবে। পরীক্ষামূলক অংশ হিসেবে জমজম পানি নিয়ে রোবটগুলো ঘুরেও বেড়িয়েছে।

সৌদি আরব ঘোষণা অনুযায়ী, করোনা পরিস্থিতির কারণে চলতি বছর শুধু সৌদি আরবে অবস্থানরত মুসলিমরাই হজ পালনের সুযোগ পাবেন, ফলে দেশটির বাইরে থেকে কেউ সেখানে গিয়ে এবার হজ পালনের সুযোগ পাবে না। এদের সবাইকে বাধ্যতামূলক কোভিড টিকা নিতে হবে বলেও নিদের্শনা রয়েছে।