ইরানের নির্মিত ড্রোন দিয়ে জর্ডানে হামলা

ইরানে নির্মিত ড্রোন দিয়ে জর্ডানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির বাদশাহ আব্দুল্লাহ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে তিনি বলেন, দুর্ভাগ্যবশত জর্ডানে ইরানের নির্মিত ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। আমাদের বিষয়টি মোকাবিলা করতে হবে।

রবিবার বাদশাহ আব্দুল্লাহ জানান, ইরান-নির্মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জর্ডানে হামলা ক্রমাগত বাড়ছে। অনেক বছর ধরে ড্রোন হামলা হচ্ছে। সম্প্রতি তা আরও বেড়েছে, যা জর্ডানসহ পুরো অঞ্চলের জন্য বিপজ্জনক।  

পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন, সাইবার হামলা ও জর্ডান সীমান্তে সংঘর্ষসহ বেশ কিছু ইস্যু তুলে ধরেছেন বাদশাহ আব্দুল্লাহ। তিনি বলেন, ইরানের ব্যালিস্টিক প্রযুক্তির নাটকীয় উন্নতি হয়েছে। ইরাকে মার্কিন ঘাঁটির বিরুদ্ধে আমরা তা দেখেছি। আমরা দেখেছি ইয়েমেন থেকে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। সিরিয়া ও লেবানন থেকে ইসরায়েলেও একই ঘটনা ঘটছে।

তিনি আরও বলেন, অনেক সময় ইসরায়েলে লক্ষ্যভেদে ব্যর্থ ক্ষেপণাস্ত্র জর্ডানে এসে পড়ছে। আমাদের দেশের বিরুদ্ধে সাইবার হামলাও বেড়েছে।  

ইরানের পারমাণবিক চুক্তির বিষয়ে তিনি বলেন, আমাদের বৈধ উদ্বেগ রয়েছে। আমরা আশা করছি যুক্তরাষ্ট্র এসব নিয়ে ইরানের সঙ্গে আলোচনা করতে পারবে।

জর্ডানের বাদশাহ বলেন, পারমাণবিক কর্মসূচি ইসরায়েলসহ পুরো উপসাগরীয় অঞ্চলকে প্রভাবিত করবে।

তিনি মনে করেন, ভিয়েনার আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থান আলাদা। বলেন, আশা করা যাক আলোচনায় যাতে ভালো অবস্থান উঠে আসে, যাতে অঞ্চলটি শান্ত থাকে। এমনিতেই আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।