আমরা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছি: ট্রাম্প

মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানের যুদ্ধ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তালেবান যখন আফগান ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে তখনই দেশটিতে আমেরিকার যুদ্ধে জড়ানো নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ট্রাম্প বলেছেন, দশকের পর দশক ধরে চলা যুদ্ধে ‘আমরা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছি’।

স্থানীয় সময় মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আফগান পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প।
বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যকে শেষ করে দিয়েছি, এতে আমাদের কয়েক ট্রিলিয়ন মার্কিন ডলার নষ্ট হয়েছে। যুদ্ধে প্রাণ হারিয়েছেন লাখ লাখ মানুষ। কিন্তু পরিস্থিতির কোনও উন্নতি হয়নি; বরং চরম খারাপের দিকে গেছে। কারণ, অঞ্চলগুলোকে পুনর্গঠনের কাজ করতে হচ্ছে। সেখানে সবকিছুকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে’।

‘মধ্যপ্রাচ্যে আটকা যাওয়াটা চোরাবালিতে পড়ার মতোই ছিল বলেও হতাশার কথা জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
তিনি আরও বলেন, চীন যখন এমন পরিস্থিতি দেখে তখন আমাদের নিয়ে হাসাহাসি করে। এটা আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে বিব্রতকর ঘটনা'।

তালেবানকে ক্ষমতাচ্যুত করতে ২০০১ সালের ৭ অক্টোবর আফগানিস্তানে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। দীর্ঘ ২০ বছর মার্কিন ও ন্যাটো সেনারা আফগান ভূখণ্ডে অবস্থান করে। সম্প্রতি অধিকাংশ সেনাই নিজ নিজ দেশে ফিরে গেছে।