দুর্ভিক্ষের ‘এক কদম দূরে’ ইয়েমেনের ৫০ লাখ মানুষ, জাতিসংঘের হুঁশিয়ারি

ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের বিদায়ী বিশেষ দূত বলেছেন, দেশটিতে চলমান দুর্ভিক্ষকে সবচেয়ে বেশি মানবিক অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্টিন গ্রিফিথস জানিয়েছেন, যুদ্ধ-বিধ্বস্ত দেশটির প্রায় দুই তৃতীয়াংশ বা ২ কোটি মানুষ নিত্য প্রয়োজন মেটাতে মানবিক সহায়তার উপর নির্ভরশীল।

ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথস সতর্ক করে দিয়ে বলেন, ‘প্রায় ৫০ লাখ মানুষ দুর্ভিক্ষের কবল এবং এর সঙ্গে থাকা রোগ থেকে এক কদম দূরে রয়েছে।’ এছাড়া আরও দশ লাখ মানুষ তাদের ঠিক পেছনে রয়েছে বলেও জানান তিনি।

মার্টিন গ্রিফিথস বলেন, ‘দুর্ভিক্ষ কেবল খাদ্যের সমস্যা নয়। এটা আরও গভীর বিপর্যয়ের লক্ষণ। বহু ভাবেই ইয়েমেনের সব সমস্যা এক বিন্দুতে এসে মিলছে আর এটি মোকাবিলায় আরও সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।’

ইয়েমেনের নাগরিকদের এই অনাহারের সঙ্গে অনেকটাই সম্পর্ক রয়েছে দেশটির মারাত্মক মুদ্রা স্ফিতি ও অর্থনৈতিক বিপর্যয়ের। ২০১৫ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইয়েমেনের জিডিপি পড়ে গেছে ৪০ শতাংশ। আর ইয়েমেনি রিয়ালের দর মার্কিন ডলারের তুলনায় রেকর্ড পরিমাণ নেমে গেছে।

জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক সহকারী মহাসচিব খালেদ মোহাম্মদ খিয়ারি আরও সতর্ক করে জানিয়েছেন, ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত এলাকায় তেল সংকট আরও মারাত্মক হয়ে উঠছে।