নতুন প্রজন্মের যুদ্ধবিমান পেলো কাতার

যুক্তরাষ্ট্রের তৈরি নতুন প্রজন্মের অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধ বিমানের প্রথম চালান পেলো কাতার। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর সদর দফতরে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের প্রতিরক্ষামন্ত্রী।

প্রথম চালান গ্রহণের অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আতিয়াহ বলেন, ‘পুরনো এফ-১৫ বিমান থেকে নতুন প্রজন্মের যুদ্ধবিমানগুলো খুবই দ্রুত এবং কার্যকরী'।

মার্কিন বিমানবাহিনীর কমান্ডার জেনারেল গ্রেজ গিলোট বলেন, 'এফ-১৫ কিউএ মডেলের যুদ্ধবিমান শুধু সামর্থ্যের দিক থেকেই নয়, উন্নত অংশীদারিত্বকেও প্রতিনিধিত্ব করে’।

২০১৭ সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং বাহরাইনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চরম অবনতিতে ঠেকে কাতারের। এই দেশগুলো মিলে নানা কারণে অর্থনৈতিক, আকাশপথসহ একাধিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় কাতারের দিকে।

ওই বছরেই আধুনিক যুদ্ধবিমান কিনতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে চুক্তি করে কাতার। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছ থেকে আধুনকি যুদ্ধবিমান পাওয়ায় নিজেদের সামরিক খাত আরও শক্তিশালী হলো দেশটির।