পারমাণবিক বোমা তৈরি থেকে দুই মাস দূরে ইরান: ইসরায়েল

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ দাবি করেছেন, পারমাণবিক বোমা তৈরি থেকে মাত্র দুই মাস দূরে রয়েছে ইরান। বুধবার তেল আবিবে ৬০ জন রাষ্ট্রদূতের এক সমাবেশে তিনি এ কথা বলেন।

গান্তজ বলেন, একটি পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা থেকে মাত্র দুই মাস দূরে রয়েছে ইরান।

তিনি জানান, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরায় কার্যকর হওয়া নিয়ে তার সন্দেহ রয়েছে। বলেন, আমরা জানি না ইরানের শাসকরা একটি চুক্তিতে আসতে রাজি কিনা। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বিকল্প পরিকল্পনা তৈরি রাখা, যাতে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে ঠেকানো যায়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পারমাণবিক চুক্তির বিকল্প পরিকল্পনা তুলে ধরার একদিন আগে গান্তজ এই দাবি করলেন।

এই সপ্তাহের শুরুতে বেনেত তার মন্ত্রিসভাকে জানান, তিনি মার্কিন প্রেসিডেন্টকে বলবেন ইরানকে থামানোর সময় এসেছে। পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, এতে ফেরত আসার দরকার নেই। সূত্র: টাইমস অব ইসরায়েল