আবুধাবিতে বৃষ্টির পূর্বাভাস, গরম পড়বে দুবাই-শারজায়

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মঙ্গলবার ঘন কুয়াশা এবং অঞ্চলটির পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, দুবাই ও শারজায় উষ্ণ আবহাওয়া বজায় থাকবে।

আজ সংযুক্ত আরব আমিরাতের অধিকাংশ অঞ্চলে দিনের বেলায় রোদ থাকবে। আকাশ পরিষ্কার থাকবে। পূর্বাঞ্চলীয় এলাকায় আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ দেখা যাবে। পূর্বাঞ্চলীয় পাহাড়ি এলাকায় মেঘলা আবহাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, সাধারণভাবে আবহাওয়া স্বাভাবিক থাকবে। তবে কিছু কিছু জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সকালে পূর্বাঞ্চলীয় উপকূল কিছুটা মেঘলা থাকবে।

দুবাই ও শারজাহ-সহ উপকূলীয় এলাকায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৯ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা থাকবে ৪২ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াস। পার্বত্য অঞ্চলের তাপমাত্রা হবে ৩২ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সূত্র: গালফ নিউজ।