ইরানে হামলার পরিকল্পনায় গতি এনেছেন ইসরায়েলি সেনাপ্রধান

ইরানের পারমাণবিক কর্মসূচি মোকাবিলা সংক্রান্ত সামরিক পরিকল্পনা বিপুল গতি পেয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান। সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ইসরায়েলের চিফ অব জেনারেল স্টাফ আবিব কোহাভি জানান, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপের প্রস্তুতি জোরালো হয়েছে।

ইসরায়েলি সেনাপ্রধান জানান, প্রতিরক্ষা বাজেট উল্লেখযোগ্য বাড়ানো হয়েছে, এছাড়া সম্প্রতি ইরান মোকাবিলায় বাজেট বাড়ানোতেও সম্মতি এসেছে। আবিব কোহাভি বলেন, টএটা অনেক বেশি জটিল কাজ, অনেক বেশি গোয়েন্দা তথ্য, অনেক বেশি অপারেশনাল সক্ষমতা এবং অনেক বেশি অস্ত্র প্রয়োজন পড়বে। আমরা এসব কিছু নিয়ে কাজ করছি।’

ইরানের মিত্রদের নিয়ন্ত্রণে মধ্যপ্রাচ্য জুড়ে নানা পদক্ষেপ চলছে বলেও জানান ইসরায়েলি সেনাপ্রধান। তিনি বলেন, মূল উদ্দেশ্য হলো ‘মধ্যপ্রাচ্যে ইরানের উপস্থিতি কমিয়ে আনা... জোর রয়েছে সিরিয়ায়... কিন্তু এই অপারেশন মধ্যপ্রাচ্য জুড়ে চলছে। হামাস, হিজবুল্লাহর বিরুদ্ধেও কাজ চলছে।’

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার লয়েড অস্টিন মঙ্গলবার কাতারে বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক কর্মকাণ্ড উত্তেজনা বাড়াচ্ছে। তিনি বলেন, ‘ইরান সন্ত্রাসবাদ সমর্থন করছে আর অরাষ্ট্রীয় গ্রুপগুলোকে প্রাণঘাতী অস্ত্র প্রদান ক্রমাগত বাড়িয়ে আঞ্চলিক স্থিতিশীলতাকে অবজ্ঞা করছে, অথচ সেটাই আমাদের সবার প্রত্যাশিত।’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘সেই কারণে আমরা আঞ্চলিক নিরাপত্তা এবং আঞ্চলিক প্রতিরক্ষার বিরুদ্ধে ইরানের পারমাণবিক আকাঙ্ক্ষাসহ অস্থিতিশীল কর্মকাণ্ড মোকাবিলায় যৌথভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’