ইসরায়েলের কারাগার থেকে পালানো দুই ফিলিস্তিনি গ্রেফতার

ইসরায়েলের সর্বোচ্চ নিরাপত্তার একটি কারাগার থেকে পালিয়ে যাওয়া ছয় ফিলিস্তিনির মধ্যে দুই জনকে ফের গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে উত্তর ইসরায়েল থেকে তাদের গ্রেফতার করা হয়।

তবে ওই দুই ফিলিস্তিনি নাগরিকের পরিচয় প্রকাশ করা হয়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ ওই দুই জনকে মাহমুদ আরাদেহ এবং ইয়াকুব কাদারি নামে শনাক্ত করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসলামিক জিহাদের সদস্য এই দুই ফিলিস্তিনি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত।

গিলবোয়া কারাগারে সুড়ঙ্গ খুঁড়ে গত সোমবার পালিয়ে যায় ছয় ফিলিস্তিনি নাগরিক। এই ঘটনার পর ইসরায়েল এবং পশ্চিম তীর জুড়ে ব্যাপক তল্লাশি শুরু হয়। পালিয়ে যাওয়া সকলেই পশ্চিম তীরের জেনিন শহরের বাসিন্দা।

ওই ঘটনার পর ইসরায়েলের কারাগার ব্যবস্থাপনা মারাত্মক সমালোচনার মুখ পড়ে।