বৈরুতে সহিংসতা মেনে নেওয়া যায় না : যুক্তরাষ্ট্র

বৈরুতে সহিংসতাকে ‘অগ্রহণযোগ্য’ অ্যাখা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবারের ঘটনায় মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, লেবাননে নতুন করে সহিংসতা কোনও ভাবে মেনে নেওয়া যায় না। যুক্তরাষ্ট্র লেবাননের জনগণের পাশে আছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে লেবাননের রাজধানী বৈরুতে। দেশটির হিজবুল্লাহ গোষ্ঠীর মিছিলের সময় সহিংসতার ঘটনা ঘটে। অজ্ঞাত হামলাকারীদের গুলিতে ৬ জন প্রাণ হারিয়েছেন। নিহত অধিকাংশের মাথায় গুলি লাগে বলে জানায় রেড ক্রিসেন্ট। বিক্ষোভে কারা হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। এমন ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।

এদিকে লেবাননের সেনাবাহিনীর জন্য ৬৭ মিলিয়ন মার্কিন ডলারের অর্থ সহায়তার ঘোষণা করেছেন তিনি। এক সংবাদ সম্মেলনে নুল্যান্ড বলেন, ‘লেবাননের সেনাবাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর জন্য আমাদের অবিচল সমর্থন রয়েছে। দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি তা আমরা স্বীকার করি’।

নতুন এই আর্থিক সহায়তা হচ্ছে অতিরিক্ত। এ নিয়ে যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তার পরিমাণ দাঁড়ালো ১৮৭  মিলিয়ন মার্কিন ডলার।