মালয়েশিয়াকে ধন্যবাদ জানালো হামাস

ইসরায়েলি মিথ্যাচারের জবাব দেওয়ায় মালয়েশিয়াকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। একইসঙ্গে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের পাশে থাকায় কুয়ালালামপুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দলটি।

সম্প্রতি ইসরায়েলের আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী দাবি করেন, ওমান, তিউনিসিয়া, কাতার ও মালয়েশিয়া তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে।

বুধবার এ বিষয়ে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহ। তিনি বলেন, ফিলিস্তিনি জাতির স্বাধিকারের সংগ্রামের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। আগ্রাসী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনও পরিকল্পনা কুয়ালালামপুরের নেই।

পরে হামাসের এক বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়া সব সময় ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিরোধী। তারা ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী শক্তির দখলদারিত্বের বিরোধী। সূত্র: পার্স টুডে।