ফিলিস্তিনের ৬ মানবাধিকার গ্রুপকে ‘সন্ত্রাসী সংগঠন’ অ্যাখা ইসরায়েলের

ফিলিস্তিনের প্রথম সারির ৬টি মানবাধিকার গ্রুপকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যায়িত করেছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই ছয় মানবাধিকার বিষয়ক গ্রুপ ফিলিস্তিনের পপুলার ফ্রন্ট দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি)-এর সঙ্গে যোগাযোগ রয়েছে।

এমন ঘোষণায় সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান ও গ্রেফতার পরিচালনা করতে পারবে ইসরায়েলি বাহিনী। সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে অ্যামনেস্টিসহ জাতিসংঘও।

হঠাৎ করেই ফিলিস্তিনের ৬ টি প্রথম সারির মানবাধিকার গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অবস্থান নিলো তেল আবিব। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিতর্কিত পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ফিলিস্তিনিরা। এই ঘটনাকে ফিলিস্তিনের নাগরিক সমাজের উপর নিরচ্ছিন্ন আক্রমণ হিসেবে দেখছে পিএ।

ইসরায়েলের ‘সন্ত্রাসী সংগঠন’-এর তালিকায় যুক্ত হওয়া মানবাধিকার সংগঠনগুলো হলো ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত আল হক, আদামীর রাইট গ্রুপ, ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল-প্যালেস্টাইন, দ্য বিসান সেন্টার ফর রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্য ইউনিয়ন অব প্যালেস্টাইনিয়ান ওমেন্স কমিটিজ এবং দ্য ইউনিয়ন অব এগ্রিকালচারাল ওয়ার্ক কমিটিজ।