ইরানের বিরুদ্ধে পরমাণু সমঝোতা লঙ্ঘনের অভিযোগ ফ্রান্সের

ইরানের বিরুদ্ধে ফের ২০১৫ সালের পরমাণু সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তুলেছে ফ্রান্স। শুক্রবার প্যারিসে এক সংবাদ সম্মেলনে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যানে ক্লেয়ার লিগেন্দ এই অভিযোগ করেন।

তিনি বলেন, সমঝোতা লঙ্ঘন করে তেহরান তার পারমাণবিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের উচিত পরমাণু সমঝোতায় নিজেদের দেওয়া সব প্রতিশ্রুতি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা।

এমন সময়ে তিনি এই মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি প্যারিস সফরে রয়েছেন। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ভিয়েনা সংলাপ আবারও শুরুর বিষয়ে আলোচনা করতে ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি সফরের কর্মসূচিও রয়েছে তার।

গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক ছয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত জুন মাসে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকে ওই সংলাপ বন্ধ রয়েছে। সূত্র: পার্স টুডে।