ইয়েমেনে মসজিদ-মাদ্রাসায় হুথিদের হামলায় বহু হতাহত

ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে নারী ও শিশুসহ ২৯ জন হতাহত হয়েছেন। একটি মসজিদে অন্য ক্ষেপণাস্ত্রটি মাদ্রাসায় আঘাত হানে। ইয়েমেনের তথ্যমন্ত্রীর বরাতে খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

সোমবার এক টুইট বার্তায় তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-ইরিয়ানি দাবি করেন, রবিবার মারিব প্রদেশের দুই জায়গা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যদিও এই হামলার বিষয়ে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী দায় স্বীকার করেনি।

গত অক্টোবরে হুথি বিদ্রোহীরা দাবি করে, তারা সাবওয়া এবং মারিব প্রদেশ দখলে নিতে সক্ষম হয়েছে।

ইয়েমেনে ২০১৫ সাল থেকেই হুথি বিদ্রোহী গোষ্ঠী এবং সৌদি নেতৃত্বধীন জোটের সঙ্গে লড়াই চলছে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। তারপর থেকে এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। কয়েক লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। পুরো ইয়েমেন দুর্ভিক্ষের মুখে রয়েছে।