৫ থেকে ১১ বছর বয়সীদের জন্য ফাইজার টিকার অনুমোদন আমিরাতের

৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য জরুরিভিত্তিতে ফাইজার ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। রবিবার আনুষ্ঠানিকভাবে এই অনুমোদন দেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

ইতোমধ্যেই দেশটিতে ৩ থেকে ১৭ বছর বয়সীদের জন্য সিনোফার্ম এবং ১২ বছরের বেশি বয়সীদের জন্য ফাইজার ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন রয়েছে। সোমবার নতুন করে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্যও ফাইজার টিকার অনুমোদন মেলে।

আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এই ভ্যাকসিন নিরাপদ এবং এটি ৫ থেকে ১১ বছর বয়সীদের মধ্যে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।

এর আগে গত শুক্রবার ৫ থেকে ১১ বছর বয়সীদের জন্য ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন দেয়  যুক্তরাষ্ট্র। এই বয়সসীমার প্রায় তিন কোটি শিশুকে শিগগিরই টিকাটি দেওয়ার পরিকল্পনা করছে হোয়াইট হাউস।