ফিলিস্তিনি পরিবারের মরদেহ না পাওয়াকে ‘ভুল’ বলছে ইসরাইল

গত অক্টোবরে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত এক কিশোরের মরদেহ পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে। কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি অন্যকারও লাশ। ইসরাইলি কর্তৃপক্ষের এমনকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ফিলিস্তিনিরা।

মানবিক কারণে দুই ফিলিস্তিনি ইসরা খাজিমিয়া এবং আমজাদ আবু সুলতানের মরদেহ ফেরত দেওয়ার পদক্ষেপ নেয়। তারা দুই জনই গত মাসে ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হন।

কিন্তু আবু সুলতানের লাশ যখন স্থানান্তর করা হয় তখন তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় এটি তাদের ছেলের নয় অন্যকারও। এই ঘটনায় ক্ষমা চেয়ে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মরদেহ শনাক্তে অপ্রত্যাশিতভাবে ভুল হয়েছে। শনিবার সঠিক লাশ ফেরত দেওয়া হবে।

১৪ বছর বয়সী আবু সুলতান গত অক্টোবরে অধিকৃত পশ্চিম তীরে নিহত হন। এক প্রত্যক্ষদর্শী বলেন, বিনা কারণে এই কিশোর ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরাইলি বাহিনী।

সূত্র: আল-জাজিরা