সিরিয়ায় ফের ইসরায়েলি বিমান হামলা, হতাহত ৯

সিরিয়ায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ১টা ২৬ মিনিটে দেশটির মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে এ হামলা চালানো হয়। এ সময় বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ৯ জন হতাহত হয়েছে। বুধবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।

সানার খবরে বলা হয়েছে, লেবাননের রাজধানী বৈরুতের আকাশ থেকে সিরিয়ার হোমস প্রদেশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। তবে সিরীয় সেনারা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সমর্থ হয়েছে।

হামলায় সিরিয়ার দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও সাত জন। আহতদের একজন বেসামরিক নাগরিক এবং বাকি ছয় জন সেনাসদস্য।

গত সপ্তাহেও ইসরায়েল সিরিয়ার ওপর হামলা চালিয়েছিল। এ নিয়ে চলতি মাসে সিরিয়ার ওপর চার দফা হামলা চালালো তেল আবিব।

সিরিয়ায় গত কয়েক বছরে শত শত হামলা চালিয়েছে ইসরায়েল। তবে আনুষ্ঠানিকভাবে তারা খুব কমই এটি স্বীকার করে থাকে। সর্বশেষ মঙ্গলবার রাতের ঘটনাতেও ইসরায়েলের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা, পার্স টুডে।