ইসরায়েলের সঙ্গে পানি-বিদ্যুৎ চুক্তির বিরোধিতায় জর্ডানে বিক্ষোভ

জর্ডানের রাজধানীতে কয়েক হাজার বিক্ষোভকারী ইসরায়েলের সঙ্গে পানির বিনিময়ে বিদ্যুৎ চুক্তির প্রতিবাদ জানিয়েছেন। চুক্তিটি বাস্তবায়ন হলে ২৭ বছর আগে ইসরায়েল-জর্ডান শান্তিচুক্তির পর বৃহত্তম সহযোগিতা প্রকল্প হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুসারে, চুক্তির আওতায় ইসরায়েলের কাছ থেকে ২ কোটি ঘন মিটার লবনমুক্ত পানি পাবে। বিনিময়ে সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে সৌর বিদ্যুৎ প্রকল্প থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ ইসরায়েলকে দেবে জর্ডান।

শুক্রবার চুক্তির বিরোধিতায় বিক্ষোভ করেছেন জর্ডানিরা। তারা বলছেন, ফিলিস্তিনি ভূখণ্ড দখল করা অবস্থায় এই চুক্তি ইসরায়েলের সঙ্গে জর্ডানের সম্পর্ক স্বাভাবিক করবে। বিরোধিরা সতর্ক করে বলছেন, এই চুক্তির ফলে জর্ডানকে প্রতিবেশীর ওপর নির্ভরশীল হতে বাধ্য করবে।

নাসরিন নামের এক বিক্ষোভকারী বলেন, আমাদের বেঁচে থাকার অধিকার আছে, ফিলিস্তিনিদেরও বেঁচে থাকার অধিকার আছে। আমরা জর্ডানিরা ফিলিস্তিনিদের সমর্থন করি এবং আমরা জর্ডান নিয়ে ভাবি। এজন্যই আজ আমরা এখানে।

সোমবার কাতারের রাজধানী দোহাতে প্রকল্পটির ‘ডিক্লারেশন অব ইনটেন্ট’ স্বাক্ষরিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জর্ডানের পানিমন্ত্রী, ইসরায়েলের জ্বালানিমন্ত্রী, যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক দূত জন কেরি ও সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী।

মঙ্গলবার জর্ডানের পুলিশ বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। তারা চুক্তির বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলেন। এমন অভিযোগ করেছেন গ্রেফতার হওয়া এক শিক্ষার্থীর দুই ভাই।

ইসরায়েলকে ইঙ্গিত করে জর্ডানের পার্লামেন্ট সদস্য সালেহ আল-আরমৌতি বলেন, আমরা দখলদারদের বিশ্বাস করি না। যদি দখলদার ইসরায়েল কোনও চুক্তি করে তাহলে সাধারণত তারা তা করে না।