সোলাইমানি হত্যা: মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা

ড্রোন হামলায় ২০২০ সালে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় অর্ধশতাধিক মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। শনিবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘সন্ত্রাসবাদ’ ও ‘মানবাধিকার’ লঙ্ঘনের দায়ে ৫১ জন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদের বেশিরভাগ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কর্মকর্তা।

এই নিষেধাজ্ঞার ফলে মার্কিন কর্মকর্তাদের কোনও সম্পদ ইরানে থাকলে তা জব্দ করতে পারবে তেহরান। কিন্তু এমন সম্পদের অনুপস্থিতির কারণে ইরানের এই নিষেধাজ্ঞাকে প্রতীকী হিসেবে মনে করা হচ্ছে।

এক বিবৃতিতে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জেনারেল কাসেম সোলাইমানি ও তার সঙ্গীদের ওপর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী অপরাধে ভূমিকার কারণে ৫১ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারা এর মধ্য দিয়ে সন্ত্রাসবাদের প্রচার ও মৌলিক মানবাধিকার লঙ্ঘন করেছে।

ইরানের অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর বৈদেশিক শাখা কুদস ফোর্সের কমান্ডার ছিলেন সোলাইমানি। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে ড্রোন হামলায় তাকে হত্যা করে যুক্তরাষ্ট্র।  

ইরানি নিষেধাজ্ঞার তালিকায় থাকা মার্কিন কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, চেয়ারম্যান অব জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল মার্ক মাইলি, হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন।

এক বছর আগেও এমন নিষেধাজ্ঞা জারি করেছিল ইরান। ওই সময় ট্রাম্প ও বেশ কয়েকজন সিনিয়র মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।