প্রত্যাহার হতে পারে নেতানিয়াহুর দুর্নীতির মামলা

দুর্নীতির মামলায় চলা বিচার ঠেকাতে একটি আবেদন চুক্তি নিয়ে আলোচনা চালিয়েচ্ছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

চুক্তি হয়ে গেছে ৭২ বছর বয়সী নেতানিয়াহু দোষ স্বীকার করে নেবেন। এর বিনিময়ে কারাদণ্ডের বদলে সমাজসেবার মতো লঘু শাস্তি পাবেন। তবে দোষ স্বীকার করতে রাজি নন নেতানিয়াহু। এটি করলেই তাকে রাজনীতি ছাড়তে হবে।

ইসরায়েলে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১৫ বছর এই পদে থাকার পর গত বছরের নির্বাচনের পর ক্ষমতা হারান তিনি। নেতানিয়াহু ডানপন্থী লিকুদ পার্টির প্রধান। দলটি ইসরায়েলের পার্লামেন্টের সবচেয়ে বড় দল।

নিজের শেষ পাঁচ বছরের মেয়াদে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করে পুলিশ। ওই তদন্ত ঠেকাতে ব্যর্থ হওয়ার পর ২০২০ সালের শুরুতে তার বিচার শুরু হয়। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিশ্বাস ভঙ্গ এবং জালিয়াতির অভিযোগে তিনটি আলাদা মামলা রয়েছে। সব অভিযোগ অস্বীকার করে আসা নেতানিয়াহুর দাবি এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিবিসি জানিয়েছে, অ্যাটর্নি জেনারেল আভিচাই মানদেলব্লিটের সঙ্গে আবেদন চুক্তি নিয়ে আলোচনা করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, নিজের আইনজীবীদের আলোচনা চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন নেতানিয়াহু।