ইয়েমেনে জাতিসংঘের ৫ কর্মীকে অপহরণ

ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে এডেন ফেরার পথে জাতিসংঘের পাঁচ কর্মীকে অপহরণ করা হয়েছে। শনিবার সংস্থাটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

ইয়েমেনে জাতিসংঘ কর্মকর্তাদের মুখপাত্র রাসেল গেকি জানান, আবিয়ান গভর্নরেটে শুক্রবার এই কর্মীদের অপহরণ করা হয়।

তিনি বলেন, অপহৃতদের মুক্তি নিশ্চিত করতে কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে জাতিসংঘ।

ইয়েমেনে ২০১৫ সাল থেকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।

২০১৫ হুথিরা রাজধানী সানা থেকে তৎকালীন সরকারকে উৎখাত করলে গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে জোটটি। এই সংঘাতে কয়েক হাজার মানুষের প্রাণহানি ও লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে, সৃষ্টি হয়েছে ভয়াবহ মানবিক সংকট।