ইসরায়েলি সেনার গুলিতে তিন ফিলিস্তিনি নিহত, তিন সপ্তাহে ১৪

অধিকৃত পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে ১৪ বছরের এক কিশোরও রয়েছে। সম্প্রতি পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন বেড়ে গেছে জানিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ফিলিস্তিনিরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার গুলিবিদ্ধ তিন ফিলিস্তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার সত্যতা স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সন্ধ্যায় ১৪ বছরের এক কিশোর নিহত হয়েছে। সে সেনাদের লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে। হামলা বন্ধ করতেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়।

তিন ফিলিস্তিনি হামলার পরিকল্পনা করছে, এমন খবর পেয়েই অভিযান নামার দাবি করেছে ইসরায়েল। একপর্যায়ে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সেনারা। এ নিয়ে তাদের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এক ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে পাথর নিক্ষেপ করছে স্থানীয় ফিলিস্তিনিরা। তখনই ঘটনাস্থল থেকে গুলির শব্দ শোনা যায়। সম্প্রতি ইসরায়েলের ভেতরে চারটি হামলার ঘটনায় দখলকৃত পশ্চিম তীরে অভিযান বাড়িয়েছে সেনারা। এতে গত তিন সপ্তাহে ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত বছরে গাজা উপত্যকায় ইসরায়েল এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের ১১ দিনের যুদ্ধে ২৩২ জন প্রাণ হারান।

সূত্র: আল জাজিরা।