গাজা ক্রসিং বন্ধ করে দেবে ইসরায়েল

গাজা উপত্যকার ফিলিস্তিনি কর্মীদের একমাত্র ক্রসিংটি বন্ধ করে দেবে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে তিনটি রকেট হামলার অভিযোগ তোলার পর শনিবার এই ঘোষণা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

মুসলমানদের কাছে পবিত্র রমজান মাসে ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনা বৃদ্ধি অব্যাহত রয়েছে। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী অভিযোগ করেছে গাজা উপত্যকার শাসক দল হামাস ইসরায়েল লক্ষ্য করে তিনটি রকেট হামলা চালিয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি এসব রকেটের একটি খোলা মাঠে, আরেকটি ফিলিস্তিনি সীমানায় বিস্ফোরিত হয়। তবে এর বেশি তথ্য সরবরাহ করেনি ইসরায়েলি সেনাবাহিনী।

এর আগে সপ্তাহের শুরুতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, গাজা উপত্যকা থেকে চারটি রকেট উৎক্ষেপণ করা হলেও সেগুলো প্রতিহত করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

ইসরায়েলি সেনবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গাজার ব্যবসায়ী এবং কর্মীদের জন্য আগামী রবিবার পর্যন্ত বন্ধ রাখা হবে।

গত সপ্তাহে দুইবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি গাজার সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

দখলকৃত পূর্ব জেরুজালে আল-আকসা মসজিদ চত্বরে উত্তেজনার মধ্যে গাজা উপত্যকায় ওই বিমান হামলা চালানো হয়।

সূত্র: আল জাজিরা