ইসরায়েলি হামলার পর দামেস্ক বিমানবন্দরে ফ্লাইট স্থগিত

সিরিয়ার রাজধানী দামেস্ক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়েছে। দেশটির সরকার সমর্থিত সংবাদপত্র আল-ওয়াতান জানিয়েছে, শুক্রবার (১০ জুন) ইসরায়েলি বিমান হামলায় রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পরই বন্ধ করা হয় বিমান ওঠানামা।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা নিউজ এজেন্সি হামলার বিষয়টি নিশ্চিত না করলেও ফ্লাইট স্থগিতের কারণকে যান্ত্রিক ত্রুটি বলে উল্লেখ করেছে।  

শুক্রবারের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে, এতে এক বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এরপরই দামেস্ক বিমানবন্দরে ফ্লাইট বন্ধের খবর এলো।

সিরিয়ার বিমানবাহিনী বেশিরভাগই ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিতে সক্ষম হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে সানা। বিমান হামলা নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা।