সমালোচনা সত্ত্বেও যুবরাজ সালমানের সঙ্গে বৈঠকে বসবেন বাইডেন

চারদিনের মধ্যপ্রাচ্যে সফরের অংশ হিসেবে সৌদি আরব সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সৌদির বাদশাহ কিং সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষৎ করবেন তিনি। খবর বিবিসি’র।

তার আগে শুক্রবার ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি নেতাদের সঙ্গে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে আলোচনা করবেন। একইদিন সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন।

২০১৮ সালে সৌদি এজেন্ট দ্বারা সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ডে দেশটিকে পরিণতি ভোগ করতে হবে বলে দুই বছর আগেও মন্তব্য করেছিলেন বাইডেন। খাশোগি হত্যার সঙ্গে নিজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে আসছেন যুবরাজ সালমান। তবে মার্কিন গোয়েন্দারা বলছে, যুবরাজের নির্দেশেই সাংবাদিক খাশোগিকে হত্যা করে ভাড়াটে খুনিরা।

এতসব সমালোচনার মধ্যেও সৌদি সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। সৌদিতে জ্বালানি, মানবাধিকার এবং নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। মূলত ইউক্রেনে অভিযানের জেরে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল নেওয়া বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বেড়েছে কয়েকগুণ। এখন বিশ্বের সবচেয়ে বৃহৎ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের সঙ্গে সম্পর্ক মজবুতের চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন।